Definition & Concept of Demand চাহিদার সংজ্ঞা/চাহিদার ধারণা

Definition & Concept of Demand

ক্রেতার চাহিদা ক্রেতার আচরণ আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় (Definition & Concept of Demand)। কারণ ক্রেতার ভোগ চাহিদার উপরই নির্ভরশীল। বিভিন্ন বিষয়ের মাধ্যমে চাহিদার ভিত্তি বিশ্লেষণ করা হচ্ছে।

সুতরাং চাহিদা হল আর্থিক ক্ষমতা দ্বারা সমর্থিত কেনার ইচ্ছা। যেমন, কোনো ব্যক্তির একটি মোটরগাড়ি কেনার আকাঙ্ক্ষা আছে। কিন্তু ঐ আকাঙ্ক্ষাকে তখনই চাহিদা বলা যাবে, যখন ঐ আকাঙ্ক্ষা পুরণ করার মত ঐ ব্যক্তির আর্থিক ক্ষমতা থাকবে। সুতরাং চাহিনার বুটি উপাদান হল ক্রেতার স্রব্য কেনার আকাঙ্ক্ষা এবং ক্রেতার দ্রব্য কেনার আর্থিক ক্ষমতা।

অর্থনীতিতে চাহিদার একটি গুরুত্বপূর্ণ বিষয় হল দ্রব্যের দাম। কোনো দ্রব্যের দাসের উল্লেল্লখ না থাকলে চাহিদা বলা যাবে না। যেমন, যদি বলা হয় কোনো ব্যক্তির চালের চাহিদা কী পরিমাণ এই কথা থেকে ঢালের চাহিদা বলা যাবে না। কারণ এখানে দামের উল্লেখ নেই। কিন্তু যদি বলা হয়, 15 টাকা কেজি দামে কোনো ব্যক্তির চালের চাহিদা কী পরিমাণ—তাহলে এই কথা থেকে বলা যাবে চালের চাহিদা কী পরিমাণ হবে। কারণ এখানে দামের উল্লেখ আছে।

চাহিদা আবার সময়ের উপরও নির্ভর করে। তাই সময়ের উল্লেখ না থাকলে চাহিদার পরিমাণ সঠিকভাবে বলা যাবে না। সেই জন্যই যদি বলা হয়, 15 টাকা কেজি দামে কোনো ব্যক্তির মাসিক চালের চাহিদা কী পরিমাণ— তাহলে এই কথা থেকে সঠিকভাবে বলা যাবে ঐ ব্যক্তির চালের চাহিদার পরিমাণ। কারণ এখানে দাম এবং সময় দুটি বিষয়েরই উল্লেখ আছে। সুতরাং একটি নির্দিষ্ট দামে ও নির্দিষ্ট সময়ে ক্রেতা যে পরিমাণ জন্য কিনতে প্রস্তুত থাকে, তাকেই অর্থনীতিতে চাহিদা বলো।

চাহিদা নির্ধারণকারী বিষয়সমূহ (Determinants of Demand)

প্রব্যের চাহিদা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। কোনো প্রব্যের বাজারে মোট চাহিদা যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে সেগুলি হল (ক) দ্রব্যের দাম, (খ) ক্রেতার আয়, (গ) সংশ্লিষ্ট দ্রব্যের দাগ, (ঘ) ক্রেতার রুচি ও পছন্দ, (ঙ) ভবিষ্যৎ দাম সম্পর্কে ক্রেতার ধারণা, (চ) পারিপার্ষিক প্রভাব বা প্রদর্শন প্রভাব, (ছ) ক্রেতার সংখ্যা এবং (জ) আয়ের বণ্টন। এই বিষয়গুলো নিচে আলোচনা করা হচ্ছে:

(ক) দ্রব্যের দাম : ক্রেতা কোন্ দ্রব্য কী পরিমাণ কিনবে তা নির্ভর করে ঐ প্রব্যের দামের উপর। সাধারণভাবে বলা যায়, অন্যান্য সমস্ত কিছু স্থির অবস্থায়, কোনো দ্রব্যের দাম কম হলে ক্রেতা দ্রব্যটি বেশি পরিমাণে কেনে এবং দ্রব্যের দাম বেশি হলে ক্রেতা ব্রন্থাটি কম পরিমাণে কেলে।

(খ) ক্রেতার আয় : দ্রব্যের চাহিদা জেতার আয়ের উপর নির্ভর করে। অন্যান্য বিষয় স্থির অবস্থার সাধারণ ব্রব্যের ক্ষেত্রে ক্রেতার আয় বাড়লে দ্রব্যের চাহিনা বাড়ে। অপরপক্ষে ক্রেতার আয় কমলে হ্রব্যের চাহিদা কমে। কিন্তু এর ব্যতিক্রমও দেখা যায় নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে। অন্যান্য বিষয় স্থির অবস্থায় যে সমস্ত দ্রব্যের ক্ষেত্রে ক্রেতার আয় বাড়লে দ্রব্যের চাহিদা কমে এবং ক্রেতার আয় কমলে দ্রব্যের চাহিদা বাড়ে, সেই চাহিদা তত কমে। যেমন, ক্রেতার আম যখন কম থাকে, তখন বাজারের নিম্নমানের মাছ, যেমন পচা মাছ সমস্ত দ্রব্যকে বলা হয় নিকৃষ্ট দ্রব্য (Inferior goods ) । নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে ক্রেতার আম যত বাড়ে, এব্যের ক্রেতা কিনে থাকে। কিন্তু ক্রেতার আয় যথেষ্ট পরিমাণ বাড়লে এই নিম্নমানের যাচ্ছ কেনা ক্রেতা বন্ধ করে দেয়।

(গ) সংশ্লিষ্ট দ্রব্যের দাম : কোনো দ্রব্যের চাহিদা সংশ্লিষ্ট দ্রব্যের দামের উপর নির্ভর করে। সংশ্লিষ্টবলতে পরিবর্ত দ্রব্য (Substitute goods) এবং পরিপুরক দ্রব্যকে (Complementary goods) বোঝায়। একটি দ্রব্যের পরিবর্তে যদি অপর জন্য ব্যবহার করা হয়, তাহলে দ্রব্য দুটিকে বলা হয় পরিবর্ত দ্রব্য। যেমন চা ও কফি। এই দুটি পরিবর্ত দ্রব্যের ক্ষেত্রে দেখা যায় চায়ের চাহিদা কেবলমাত্র চায়ের দামের উপর নির্ভর করে না, কফির নামের উপরও নির্ভর করে। কফির দাম বেড়ে গেলে ক্রেতা কম পরিমাণ কফি কিনে বেধি পরিমাণ চা কিনতে পারে।

আবার যে দ্রব্যগুলি একই সাথে ব্যবহার করতে হয়, তাদের বলা হয় পরিপূরক দ্রব্য। যেমন, মোটর গাড়িও পেট্রোল। মোটরগাড়ির চাহিদা কেবলমাত্র মোটরগাড়ির দামের উপর নির্ভর করে না, পেট্রোলের দামের উপরও নির্ভর করে। পেট্রোলের দাম বেড়ে গেলে মোটরগাড়ির চাহিদা কমতে পারে।

(ঘ) ক্রেতার রুচি ও পছন্দ : কোনো দ্রব্যের চাহিদা ক্রেতার রুচি ও পছন্দের উপর নির্ভর করে। ক্রেতার রুচি ও পছন্দের পরিবর্তন হলে চাহিদারও পরিবর্তন হয়। যেমন, রুচি ও পছন্দের পরিবর্তনের ফলে পশ্চিমবঙ্গ ধুতি- পাঞ্জাবীর স্থান নিয়েছে প্যান্ট শার্ট এবং শাড়ি ব্লাউজের স্থান নিয়েছে সালোয়ার কামিজ। অর্থাৎ রুচি ও পছন্দের পরিবর্তনের জন্য প্যান্ট, শার্ট এবং সালোয়ার, কামিজের চাহিদা বাড়ছে।

Leave a Comment