Perfectly Competitive Market পূর্ণাঙ্গ বাজার

Perfectly Competitive Market

পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞা বা ধারণা (Concept or Definition of Perfectly Competitive Market): যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা পরস্পর প্রতিযোগিতার মাধ্যমে একটি সমজাতীয় দ্রব্য কেনাবেচা করে সেই বাজারকে পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজার বলে।

পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য বা অনুমান ( Characteristics or Assumptions of Perfectly Competitive Market) : পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারের কয়েকটি বৈশিষ্ট্য বা অনুমান আছে। বৈশিষ্ট্য বা অনুমানগুলি নীচে আলোচনা করা হল।

(১) অসংখ্য ক্রেতা ও বিক্রেতা : পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে বা শিল্পে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকে। অসংখ্য বলতে ঠিক কত তার কোনো বাঁধাধরা নিয়ম নেই। তবে ক্রেতা ও বিক্রেতার সংখ্যা এমন হতে হবে যাতে প্রত্যেক ক্রেতা বাজারে মোট দ্রব্যের অতি সামান্য অংশ কেনে এবং প্রত্যেক বিক্রেতা বাজারে মোট দ্রব্যের অতি সামান্য অংশ বিক্রি করে। এই বৈশিষ্ট্যের অর্থনৈতিক তাৎপর্য হল, কোনো ক্রেতাই ব্যক্তিগতভাবে দ্রব্যের দামকে প্রভাবিত করতে পারে না। অপরপক্ষে কোনো বিক্রেতাই ব্যক্তিগতভাবে দ্রব্যের দামকে প্রভাবিত করতে পারে না। অর্থাৎ এই বাজারে ব্যক্তিগত ক্রেতা ও বিক্রেতা হল দামগ্রহীতা (Price taker), কিন্তু দাম নির্ধারক নয়।

(২) সমজাতীয় দ্রব্য : পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে সকল বিক্রেতা সমজাতীয় দ্রব্য বিক্রি করে।বিক্রেতাদের দ্রব্যের মধ্যে কাল্পনিক বা বাস্তব কোনো পার্থক্যই নেই। ফলে বিক্রেতাদের দ্রব্যগুলি একটি অপরটির সম্পূর্ণ পরিবর্ত।

(৩) অবাধ প্রবেশ ও প্রস্থান : পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে দীর্ঘকালীন সময়ে নতুন ক্রেতা ও বিক্রেতা বিনা বাধায় বাজারে প্রবেশ করতে পারে এবং পুরানো ক্রেতা ও বিক্রেতা ইচ্ছা করলে বাজার ছেড়ে চলে যেতে পারে। এই ব্যাপারে কোনো রকমের বাধানিষেধ নেই।

(৪) ক্রেতা ও বিক্রেতার বাজারের অবস্থা সম্পর্কে পূর্ণ জ্ঞান : পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে প্রত্যেক ক্রেতা এবং বিক্রেতার বাজার সম্পর্কে সম্পূর্ণ ধারণা আছে। ফলে বাজারে একটিমাত্র দাম চালু থাকে এবং সেই দামে সকলে বেচাকেনা করে।

(৫) উপাদানের পূর্ণ গতিশীলতা : পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারের ফার্মগুলি যে সমস্ত উপাদান ব্যবহার করে, সেগুলি সম্পূর্ণরূপে গতিশীল। এর অর্থ হল, উপাদানগুলি অবাধে এক স্থান থেকে অপর স্থানে বা এক ব্যবহার থেকে অপর ব্যবহারে স্থানান্তরিত হতে পারে।

(৬) উৎপাদন ব্যয়ই একমাত্র ব্যয় পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে ফার্মগুলি শুধুমাত্র উৎপাদন ব্যয়ই বহন করে। দ্রব্য বিক্রয়ের জন্য ব্যয় অর্থাৎ বিক্রয় ব্যয় বহন করতে হয় না। এখানে উল্লেখ করা যায় যে, অনেক অর্থনীতিবিদ বিশুদ্ধ প্রতিযোগিতা এবং পূর্ণাঙ্গ প্রতিযোগিতার মধ্যে পার্থক্য দেখিয়েছেন। তাঁদের মতে, বাজারে যদি অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকে, সমজাতীয় দ্রব্য কেনাবেচা হয় এবং বাজারে ক্রেতা ও বিক্রেতা অবাধে প্রবেশ ও প্রস্থান করতে পারে, তাহলে সেই বাজারকে বিশুদ্ধ প্রতিযোগিতা (Pure competition) বলা হয়।

অন্যদিকে বিশুদ্ধ প্রতিযোগিতার এই বৈশিষ্ট্যগুলোর সাথে আরও তিনটি বৈশিষ্ট্য—ক্রেতা ও বিক্রেতার বাজারের অবস্থা সম্পর্কে পূর্ণ জ্ঞান, উপাদানের পূর্ণ গতিশীলতা এবং উৎপাদন ব্যয়ই একমাত্র ব্যয় বর্তমান থাকে তাহলে সেই বাজারকে পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজার (Perfect competition) বলা হয়।

পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের চাহিদা রেখা (Demand Curve of a Firm under Perfect Competition): যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা পরস্পর প্রতিযোগিতার মাধ্যমে একটি সমজাতীয় দ্রব্য কেনাবেচা করে সেই বাজারকেই বলে পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজার। এই বাজারে অসংখ্য ক্রেতা বর্তমান থাকায় প্রত্যেক ক্রেতা বাজারে মোট দ্রব্যের অতি সামান্য অংশ কেনে বা চাহিদা করে। এর অর্থনৈতিক তাৎপর্য হল ব্যক্তিগতভাবে কোনো ক্রেতাই দ্রব্যের দামকে প্রভাবিত করতে পারে না। অর্থাৎ এই বাজারে ব্যক্তিগত ক্রেতা হল দাম গ্রহীতা, অর্থাৎ একটি নির্দিষ্ট দামেই ক্রেতাকে চাহিদার পরিমাণ বাড়াতে বা কমাতে হয়, অর্থাৎ ব্যক্তিগত ক্রেতা বা ফার্মের চাহিদা রেখা হয় অনুভূমিক অক্ষের সমান্তরাল।

Leave a Comment